।।অনবদ্য সে রূপ।।
দেবপ্রসাদ জানা
৬.৭.২০২০
রাতের আকাশ কুয়াশাকে ডাকে।
স্বপ্নেরা বাতাসে, বাসা বেঁধে থাকে।
মেঘেরা সারি বেঁধে দলে দলে যায়।
রামধনু গোল করে পড়ে তার পায়।
সাদা কালো নীল আলোর চাদরে মোড়া।
নিস্তব্ধে দাঁড়িয়ে থাকে পক্ষীরাজ ঘোড়া।
নীলাভ আলোয় ঘেরা নীলার প্রাসাদ।
চকচকে ধবধবে সাদা, বরফের ছাদ।
অনবদ্য সে রূপ...
তার নিচে বড় এক সবুজের গোলা
লাল নীল হলুদ নানা ফুলের মেলা।
পাহাড়িয়া পথ সেথা বড় দূর্গম।
চারিদিকে নানা রঙ অতি মনোরম।
মায়াবী সুর ভাসে বাতাসে হেথা
দূরে চলে যায় সব, মনের ব্যথা।
ভোর হতে দেখি হেথা পাহাড় প্রহরী
পর্বতের গায়ে মাখা তুষার বাহারী।
সমুদ্রের জলে হেথা আকাশের ছায়া
নদনদী ছুটে যায় এত তার মায়া।
জোনাকির আলোতে, জেগে থাকে নিশি
গুনগুন গান গায় বাতাস পরদেশি।
হাত নেড়ে সবুজেরা বৃষ্টি ডেকে আনে
তালে তালে কত গান বলে কানে কানে।
কুয়াশা কাঁপে বুঝি যম শীত ভোরে
আগুন খোঁজে ভোরবেলা সূর্যের দ্বারে।