কেন বলেছিলে?
আমি বাঁচব না তুমি না থাকলে -
এখন তোমার হাতে আমার আলমারির চাবি -
আমার হাতের আংটিটাও খুলে নিয়েছো জোর করে।
আমার গায়ে সাদা একখানি কাপড় দিয়ে শোক যাত্রার আয়োজন !
তোমার ওই ভুবন ভোলানো অক্ষিকূটে একবিন্দ অশ্রু -
আসেনি কেন?
আমার বেদনায় সহানুভুতিও হয়নি?
আমি অপেক্ষায় আছি -
কখন তুমি আছড়ে পড়বে আমার বুকের উপর-
আমার মাকে সরিয়ে দিয়ে বলবে -
আমি বাঁচতে চাই না তোমাকে ছাড়া -
তোমার চোখ বেয়ে অঝোরে ঝরে পড়বে অশ্রু।
তোমার ওই সুন্দর নরম চিবুক
সিক্ত হবে আমার বেদনায়।
আমি অপেক্ষায় থাকি -
আমার ওষ্ঠে ওষ্ঠ রেখে বলবে-
ফিরে এসো একটিবার।
আমি অপেক্ষায় থাকি -
কখন তুমি ফুলে ঢাকা দেহটা জাপটে ধরে
নির্দ্ধিধায় অনায়াসে মিশে যাবে -
আমার সঙ্গে-
ধন্য ধন্য করবে লোকে।
এই তো এই সেদিন রূপসা নদী পার হয়ে -
ভিটে মাটি ছেড়ে দেশ বাড়ি আত্মীয় স্বজন হারিয়ে -
তোমার সাথে তোমার ঘরে-
কতদিন? ঠিক কতদিন হবে?
আর তুমি?
তোমার সোহাগের হাত
সোহাগের পরশ -
এখনো দাও নি আমার বুকে।
এই অন্তিম যাত্রায় -
===