।।আত্মকথায় নারী।।
   দেবপ্রসাদ জানা
     ১৬.০১.২০২১


চোখের আগুনে দেখা,কঠিন বিশ্বাস
নির্ভরতায় হেঁটেছি,আজীবন ভোর।
সাধনার স্বপ্ন যেন,ফেলে দীর্ঘশ্বাস
হাতের ওপর হাত ,আঠেরো বছর।


সব আছে জীবনের,ভালোবাসা নেই?
বন্দী করেছ আমায়,ফুলের বন্ধনে
অন্দরমহলে যেন,দাসী হয়ে রই।
কাঠের পুতুল থাকে,সুতোর বাঁধনে।


ভরসায় বেঁধে রাখা,যমুনার জল।
চোখের মোহনা হতে,বহিল আবেগে।
মন প্রবাসিনী দাসী,কেন কাঁদে বল,
চোখের কাজল ধুই,স্বামীর সোহাগে।


যে সুখে রেখেছ মোরে,আশার ছলনে।
শুকাইছে অশ্রুজল, তোমার আগুনে।