কলম চলুক রানারের মতো
এ প্রান্ত থেকে ও প্রান্ত।
মুক্ত হোক শৃঙ্খলিত লেখনী।
বাধাহীন হয়ে উঠুক লেখনীর যাত্রা পথ।
বিন্দু বিন্দু করে ঝরে পড়ুক অমৃত,
লেখনীর মুখ হতে।
মৃত্যুঞ্জয়ী হয়ে উঠুক সাদা কাগজে লেখা
কবিতা গল্প প্রবন্ধ।
ক্ষতি কি যদি বাধা আসে।
ভয় দেখায় বিদ্বজনে।
থেমে থাকবে না কলম।
ছুটবে রানারের মতো করে
গলি থেকে রাজপথ
বিরামহীন।
কর্মক্লান্ত লেখনী শুধু কাজ করে যাবে।
অন্তরেতে দুরন্ত সাধনা,  
তার দীর্ঘ পথে বাধা হবে না
হবে সাথী।
এই আরাধনা  
সফল হবে একদিন।
অন্তরের অহঙ্কার, স্তুতি, নিন্দা, ভয়  
দূরে চলে যাবে একদিন।
সংগ্রামে বিজয় আসবে নিশ্চয়ই।
  
======