আজ আমার জন্মদিন
তুমি আসবে বলেছিলে,মনে আছে তো?
আমি আবার তোমায় মনে করিয়ে দিলাম।
আগের মতো বলবে না মনে ছিল না।
তোমার জন্য একটা সুন্দর কেক এনেছি।
তুমি কেক ভালোবাসো তাই । চকোলেট কেক।
ওপরে ক্রীম দেওয়া সাদা হলুদ।
তুমি হলুদ রঙ ভালোবাসো তাই।
একটা বড় মোমবাতি এনেছি।
তুমি এসো কিন্তু।
আজ ছটায় মনে করে।  
এই জানো কত জনে আমায় শুভেচ্ছা পাঠিয়েছে।
সাতটা বাজলো, তুমি হয়তো একটু দেরী করেই আসবে।
তুমিতো আবার লোকজন পচ্ছন্দ করো না।
ঠিক আছে পরেই এসো। সবাই চলে গেলে।


খাওয়া দাওয়া করে সবাই চলে গেল।
এবার এসো।
আমি অপেক্ষায় আছি -
মোমবাতি টাও নেভাইনি।
কেন জানো?
তুমি এলেই এক ফুয়ে নিভিয়ে দেব মোমবাতি টা।
আর আঁধার আসবে নেমে।
চাঁদের আলোয় তোমার ওই মুখ।
সোনালী রোদের মতো হাসবে।
আমি দেখব। আর দেখব।
সেই আমাদের বিয়ের প্রথম রাতের মতো।
তুমি আমার দিকে আমি তোমার দিকে।
আর সকাল হয়ে যাবে।
রাত বারো টা -
এবার মোমবাতি টার সময় শেষ হয়ে এসেছে।
ঠিক সেই দিনের মতো,
তুমি আমাকে বললে,
সাবধানে থেকো আমি আসি।
আরতো কই এলে না?
বলেছিলে আসি।।
===