।। আসছে আকাল।।
দেবপ্রসাদ জানা
১৬,৫,২০২০


আর কত রাত কত দিন অপেক্ষায় থাকতে হবে?
এখনো আকাশের রঙ ধুসর। ভরা মেঘ।
এখনো হাতে হাতে অদৃশ্য জীবাণুর  আনাগোনা।
যেন বাড়ির প্যারাপিটে দাঁড়িয়ে আছি।
নড়াচড়া করলেই মৃত্যু।
অসীম কুয়াশা জাগে শূন্যতায়।
রাত পোহালেই মৃত্যুর মিছিল চলেছে
খবরের পাতায় পাতায়।
অশান্ত রাতের শ্রান্তসফর শেষ কবে হবে?
জানা নেই।
কালো দিগন্তে আমরা এসে পড়েছি।
ব্যথিত মনে ঝড়ের পূর্বাভাস পাচ্ছি।
অস্ফুট হয়ে ক্রমে ক্রমে ডুবে যাচ্ছে,
জীবনের ডিঙ্গি নৌকা।
আমি দাঁড় টানতে ভুলে যাচ্ছি।
সামনে শুধু অসীম কুয়াশা ।
রাত বড় গভীর গম্ভীর।
দিনের আলো তাও আরো যেন গাঢ় অন্ধকার।
কুয়াশা আর কুয়াশা। চলেছি কোথায়?
কোন সীমাহীন অরন্যে?
দুর্ভাগ্যের বিস্বাদ শর্বরী। ,
ঘরে ঘরে উঠবে ক্রন্দনধ্বনি।
মাঠে চাষ নেই। চাষীরা ঘরে।
জ্বরের ভয়ে লুকিয়ে। নইলে যে গুপ্তঘরে গুম হয়ে যাবে। হাহাকার !
ওটা কি বাতাসের হাহাকার,- নাকি  ক্ষুধিতের হাহাকার?
ওটা কি পাঁজরে বাজছে মৃত্যুর জয়ভেরী।
কৈফিয়তের তীব্র ভ্রুকুটি -
জাগো জনগণ ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি দেখো।
আসছে আকালের বার্তা নিয়ে চেয়ে দেখো জনগণ।
দেখো চেয়ে, দেখো সূর্য ওঠার আর কত দেরি, আর কত দিন!!


===========