এসো আমার বাড়ি


একবার এসো আমার বাড়ি,
আমার ঘরে,দখিনা বাতাস ঢোকে না ঘরে।
একটা চাঁদ এনো সঙ্গে।
এ বাড়িতে জোছনা আসে না,
এখানে অনেক তারার মাঝে একটা চাঁদ,
যদি এনে দাও,এখানে অনেক ফুল,
গোলাপ নেই একটাও,
একটা গোলাপ এনো সঙ্গে, লাল গোলাপ।
গোলাপ আছে,তবে লাল নয়, সাদা-
যদি পারো একটা ফাল্গুন মাস এনো,
এখানে বসন্ত আসে না,
জানলা দিয়ে পড়ে না সোনালী রোদ।
পলাশ ফুল ফোটে যদি তোমার বাগানে,
শিমুল ফুল,যদি চাও পারো বুকে এনো সাথে,
নানা রঙের ফুলের মাঝে তুমি,সোনালী রোদে-
তোমার সোহাগী মুখ,
রূপালী জোছনায় তোমার হাসি,
মেঘবালিকারা যদি থাকে তোমার আকাশে,
ধরে এনো তাদের, তোমার আঁচলে বেঁধে,
কোকিল দেখেছি অনেক,
ডাকতে শুনিনি একবারও,গাছের ডাল ধরে,
একটা বাঁশি এনো, আড়বাঁশি -
কৃষ্ণের মতো করে বাজাব আমি,কদমতলায়,
রাধার মতো জল আনতে বেরোবে তুমি-
কলসী কাখে, যমুনার তীরে,
যদি দেখো মেঘবালিকারা বৃষ্টি হয়েছে,
বোলো,একটু দেরি করো,
এখনো কান্নার সময় আসনি,
শত বেদনার মনপাখিটা আসতে পারে নি,
একটু হাসি এনো বাটি ভরে,
মিষ্টি সৌরভ ভরা আছে ফুলের বাগানে,
তোমার মিষ্টতা বাড়াতে।
কথা দাও কাছে আসবে, বুকে রাখবে,
সোনালী রোদ এলে হাসবে,
শুকিয়ে গেলেও রূপ-মাধুর্যকে ফেলবে না,
গুছিয়ে রাখবে বুকে, যত্ন করে।
আমি হবো তোমার প্রাণ
তুমি উত্তাপ হয়ো,
যদি ঝরা ফুল হয়ে যাই কখন
তবু ভালোবাসবে।