ধূ ধূ মরুভূমি,
আর কাঠ ফাটা রোদ্দুর।
আর মরীচিকা।
আর বালিয়াড়ি  ঝড়,
আর তুমি......


ভয়ংকর একটা সুনামী
আর উত্তাল সমুদ্র
আর তুফান
আর মাঝ সমুদ্রের মৌনতা
আর তুমি.......


ঘূর্ণি ঝড় তুফান ভীষণ
আর আকাশ ভাঙ্গা বৃষ্টি
আর বন্য প্লাবিত ধরনী
আর জলরাশি,
আর তুমি.....


শান্ত নদীর তীর
আর উথাল পাথাল নদী
আর ভেসে থাকা ডিঙ্গি
আর তার ভেতরে?
তুমি.....


কে তুমি?
আতঙ্কের ভাইরাস...
সর্বনাশ।
একটা ক্ষত...
সময়ের হাত ধরে আসা জীবন্ত ক্ষত।