অন্ধকার আত্মহত্যা করেছে -
নিয়নের আলোয় ডুবে।
অন্ধকারকে সামনে রেখে
লজ্জা ভাগ করতে,
চলতো দেওয়া নেওয়ার পালা।
চলতো চক্রান্ত।
মহড়া চলতো গদি পরিবর্তনের।
অগ্নি গোলা তৈরির প্রশিক্ষণ।
কলঙ্ক রটত আঁধার পাড়ায়।
বোতল বোতল,গ্যালন গ্যালন
মদ চলতো-
কাঁচা মাংস বিক্রি হতো-বিছানায়।
কত রক্ত ঝরতো,
আঁধার পাড়ায়।
সেখানে আজ অন্ধকার লজ্জায়
অপমানে-বেদনায়
আত্মহনন করেছে।
অন্ধ লাইট পোষ্টের নিচে
তিন রাস্তার মোড়ে -
গাছের তলায়-
প্রমোদ নগরের ময়লার
স্তুপে আড়ালে -
খাল পাড়ে,
ব্রিজের তলায়-
রেল লাইনের ধারে -
প্লাটফর্মের নিচে-
পার্কের কোনে -
সিনেমা হলের সিটে-
ঝিলের ধারে
ঝোপের আড়ালে
আঁধারে -
সকলে এক সাথে
আত্মহত্যা করেছে।
কি বিপদ?
বলুনতো -
===