টানা টানা চোখ তোমার
লম্বা একটা বেনুনি।
লাল নীল কাপড়েও
টেক্কা দিতে পারনি-।।
সম্পাকে-
যতই তোমার উন্নত হোক
বুকের আবেদন।
যতই তোমার আর্কষক হোক
কোমর বন্ধন -
যতই তুমি কর নাকো
দৈহিক আর্কষন -
সম্পাকে হারাতে পারনি
এমন তার মন-
তানিয়া তুমি বলতে পারো
কিসের এত টান -
আমি সম্পা এক হৃদয়
একই মন প্রান-
যতোই তুমি মেলে দাও
তোমার দেহ মন।
যতোই তুমি ঝড় তোলো
কোমর বন্ধন।
যতো তুমি খুলে দেবে
হৃদয় পাহারা ।
যতো তুমি কর না কেন
অবৈধ ইশারা ।
যতো মোরে জাগাও নাকো
দিয়ে অনুরন
তবুও সম্পার ছিলাম আমি
থাকব সারাজীবন।
ফুলের মত সুরভী তোমার
বুকের অন্দরে।
আঁচল খানি আলগা করে
ফেলো প্রতিবারে।
তবুও আমি সম্পার রব
বলেছি বার বার।
তবুও তুমি যৌনতাকে
ভরেছ প্রতিবার।
ভুল হয়তো করেছে সম্পা
বলেছি ফিরব না।
আমি তো তারেই ভালোবাসি
ভুলতে পারব না।
তানিয়া তুমি ভুল ছিলে
হলে প্রতিদ্বন্দ্বী।
অরিন্দমকে হারাবার
ছিল অভিসন্ধি।
  
======