।।আয় বৃষ্টি ঝেঁপে।।
   দেবপ্রসাদ জানা
      ১৪.৬.২০২০
আকাশ জুড়ে মেঘের ঘটা হুড়ুম গুড়ুম বাজ।
বর্ষা দিদি আসবে এবার তারই সকল সাজ।
পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখি ফোঁটা ফোঁটা জল।
এক পসলা বৃষ্টি হলে গাছেরা ঝলমল।
গরম কেটে স্বস্তি হলো আগুন গেল নিভে।
চপ মুড়ি খিচুড়ি ইলিশ জল আসে জিভে।
ব্যাঙের ডাকে স্মরণ হলো আকাশ উঠলো কেঁপে।
বর্ষা ঋতু আজ থেকে ভাই আয় বৃষ্টি ঝেঁপে।


সর জমিনে দেখতে দিদি শহরে দিল পা।
আরে ছ্যা ছ্যা শহর দেখে গুলিয়ে ওঠে গা।


শহরে ভাই বিরাট জ্যাম সিঁথি থেকে ডানলপ।
জলে জলে নদী হলো, নালা গুলোর গেট লক।
ডুবে আছে দোকান পাট ডুবে গেছে ড্রেন।
আমফানবাবু ভেঙ্গে দিয়েছে সব তাজা ব্রেন।
আকাশ ছাওয়া মেঘপুঞ্জ সেলফি তুলে রাখি।
পরমানু জীব আসছে তেড়ে কে দিবিরে ফাঁকি।
বিশ শুরু বিশ বিষ, বিশ গজ দূরে।
আমফানে সব বাঁধা চলে গেল ছেড়ে।


এবার গেল গাঁয়ের পথে সবুজের বাড়ি যেথা।
নদীর পাড়ে মাথা হাত নৌকা পাবো কোথা।
বৃষ্টি দিদির মন খারাপ এসে ফড়িং ওড়া গাঁয়ে।
ভেঙ্গেছে হাট খড়ের চাল এই গঞ্জের বাঁয়ে।
মাইক নিয়ে হেঁকে হেঁকে ত্রাণ বিলির ঘটা।
স্কুল ঘরে করোন্টাইন, পরিযায়ী  আঁটা।


আলপথে হেলে দুলে বর্ষা দিদি হাঁটে
বেসামালে পড়ল দিদি পাকা ধানের মাঠে।
এবার দিদির মাথা চর্কি পড়ছে হেথায় হোথায়।
শাকসবজি সব গেলরে চাষী মরল ব্যাথায়।


এত দরদ ছিল দিদির সব উঠল লাটে।
ঘুরে ঘুরে নাকাল হয়ে ভাঙ্গাচোরা হাটে।