সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


        ।। বাইশে শ্রাবন ।।
          দেবপ্রসাদ জানা
            ৭.৮.২০২০
                 (এক)
রবিকবি কাব্যভূমি করিছে স্মরন
কবিগুরু দুরু দুরু বুকের ভিতর
এসেছে দুখের দিন বাইশে শ্রাবন
বিয়োগান্তক বেদনা বড় কষ্টকর।


মহাকাব্য নয় তবু মহান সে কাব্য
সমুদ্র গড়েছ দিয়ে কবিতার রস।
কাব্যগাথা গল্পকথা সব দিলে নব্য
নিন্দুকেরা নিন্দা করে কে করিবে বশ।


গানে গানে ত্রিভুবন ভরালে গো তুমি
হৃদয়ের চারকোঠা সদা দিলে ভরে
কবিদের মহাগুরু সদা পদে নমি
শ্রাবনের ঝর্নাধারা অঝোরে তা ঝরে।


ঋতুরানী শ্রাবনির চোখে আসে জল
বাইশে শ্রাবনে সিক্ত মায়ের আঁচল ।


                     (দুই)


শ্রাবনের ঝর্ণা ধারা ঝরিছে অঝোরে
কোথা আছো কবি তুমি কোন সে গগনে
প্রিয়কবি বিশ্বকবি আঁখি আসে ভরে।
তোমা লাগি মন কাঁদে গোপনে গোপনে


তুমি কবি আকাশের উজ্জ্বল নক্ষত্র
ধুমকেতু মতো ঝরে গেলে যে নীরবে
বৃষ্টিভেজা গোলাকার পৃথ্বী শুষ্ক পত্র
শ্রাবনধারা ঝরিল সেই দিন ভবে


কান্নায় ভিজে যাওয়া পৃথিবীর মন
চলে গেলে চিরতরে সিক্ত করে আঁখি
কত শত গান গল্প অমূল্য রতন
চলে গেছো বিশ্ব হতে সবকিছু রাখি।


স্মরণ করিনু আজ বাইশে শ্রাবণ
শতকোটি নমষ্কার করে জনগন।