ব্যথা
দেবপ্রসাদ জানা
   ১২.৪.২০২১


ব্যথা গুলো সব চাগাড় দেয় মাঝবয়সে এসে।
না না না আমি সে ব্যথার কথা বলছি না।
ছোটবেলায় চোটের ব্যথা,
আম পাড়তে,পড়ে যাওয়ার ব্যথা,
লুকিয়ে টিভি দেখতে গিয়ে পা কাটার ব্যথা,
দৌড়োতে গিয়ে পড়ে যাওয়ার ব্যথা,
মায়ের হাতে মার খাওয়ার ব্যথা?
ওসব কিছু না।
বলছি মনে,ব্যথা লাগার কথা।
শৈশবে,বকুলের মালা গলে,
প্রথম দেখা চিত্রাঙ্গদা,প্রাণের শিক্ষিকা।
নক্ষত্রের চাঁদ যেমন,তেমন যেন আমি,
তার প্রেমে পাগল।
তখন বুঝিনি,এখন বুঝি,ভালোবেসেছিলাম।
নীল নীল খামে,গভীর প্রেম ষোড়শীর।
শিউলি শরৎকালে,
নকসী কাঁথায় করা বিরহ যাপন।
পুজোর প্যান্ডলে গায়ে গা লেগে যাওয়ার
মধুর আবেশ -
প্রথম বসন্তে লাগা প্রেমিকার রঙ।
কলেজ পাড়ায় লাগা অল্প বদনাম।
ঝালমুড়ি আর ফুচকা,
মুখে এক ডাবে দুটি স্ট,
সব যেন স্বপ্ন-
সিনেমার হলে বসে পায়ে পা ঘষা,
হাতে হাত রেখে উষ্ণতার দেওয়া নেওয়া।
কতকাব্য কতগাথা নতুন নবীন খামে-
গন্ধ ভরে দেওয়া রঙিন চিঠিটা।
পাগলামী তায়, তবু মন আবেগ ছুঁতে চায়।
আশায় আশায় থাকা,বেদনার মাস।
প্রথম দেওয়া হাতে হাত,বকুল তলায় বসে
লাল পলাশের সুবাস তার গায়।
এ ব্যথা,সে ব্যথা নয় যে,সহজে পালায়।।