।।ভাবের সাগরে।।
  দেবপ্রসাদ জানা
   ০১.০২.২০২১


ও সাগর,নীল নীল জল,স্বপ্নময়,
দুইচোখে দেখলাম,স্বপ্নের সুষমা।
খেলিছে সূর্যের সনে,সমুদ্র তনয়।
বিগলিত কাঞ্চনের,আলোক মহিমা।


শিশু সূর্য খেলে ওই,সাগরের বুকে,
ঝিলমিল,খিলখিল,হাসি ভরে যায়।
কুয়াশার দরজায় সে,বন্দী কি থাকে?
শিশুসূর্য দোর খুলে,লুকিয়ে পালায়।


সাগরের হাত ধরে,হাঁটি হাঁটি পায়,
বিশাল ধরিত্রী কয়,জড়িয়ে আদরে,
কুয়াশা প্লাবিত সূর্য,যৌবনে কাঁদায়।
শিশু সূর্য ধীরে ধীরে,হারায় সাগরে।


দরদী হৃদয় খোঁজে,সোনার সকাল।
কালের তরঙ্গে বাড়ে,দেশের জঞ্জাল।