এই শোনো তোমরা চিৎকার কোরো না চুপ করো।
ভগবান ঘুমিয়ে আছেন,বিশ্রাম নিচ্ছেন।
গত তিন যুগের অক্লাত পরিশ্রম-
ঘি মাখনের শরীর কি সইতে পারে?
কংশ, রাবন, দুর্যোধনেরা তো কম বীর ছিলেন না।
তারা তো কম বড় যোদ্ধা নয়।
আহা চুপ করো এত উতলা হয়ো না।
যুগে যুগে যে লড়াই তিনি করেছেন তার ধকল সামলেই উঠবেন -
সময় হয়েছে এবার -
জাগবেন উনি -
কলির বতর্মান অসুরদের নিধন করবেন।
আসলে-
একটা অসুর
একটা কংস
একটা দুর্যোধন তো নয়
লাখে লাখে দুর্যোধন -দুঃসাশন
এখন আবার ভগবানের দৈবিক শক্তিও নেই।
এই কলিতে-
একটু সময়তো দাও শক্তি বর্ধনের জন্য।
বৃথা ভগবান ভগবান বলে অকালে কেন জাগিয়ে তুলছ?
অসময়ে ঘুম থেকে কেন তুলছ?
জানোতো কি হয়েছিল কুম্ভকর্নের -
তোমরা কি তাই করতে চাও?
আচ্ছা বেশ-
এই যে ভাত নেই, ঘর নেই, চাকরি নেই, বস্ত্র নেই-
মা বোনেদের ইজ্জতের সুরক্ষা নেই-
দিন দিন জন সংখ্যা বাড়ছে-
জনসংখ্যার কামান দাগা বন্ধ আছে কি?
সত্য,তেতা,দাপরে ভগবানকে ডাকলে পাওয়া যেত-
আর এখন?
আজ তোমরা ডাকছ বিপদে পড়ে-
তার নামতো কর না কেউ, উচ্চারণ ই করো না।
ধীরে ধীরে তার নাম
বিলীন করে দেবে -
ভবিষ্যৎ প্রজন্ম কে তো মুক বধির পঙু করে রেখে দেবে তোমরা।
যাক্ ঘুমাক-
কিছু ক্ষন-
পরে না হয় ডেকো।
===