।। বিষন্নতা।।
দেবপ্রসাদ জানা
   ৯.৩.২০২১


একটা হাতের সাথে,একটু দূরত্ব
জীবন ভর ভাবতে ভাবতে বিষন্ন
অরণ্য মাঝে সমস্ত পাতার ঘনত্ব
হৃদয় হোক,তোমার হৃদয়ের জন্য।


দূরত্বটা থাক এখন,কয়েক দশক
সমস্ত ফুলের থেকে পাপড়ি পড়বে
একটা দৃষ্টির সাথে,একটা পলক
দৃষ্টির দূরত্ব যবে,হঠাৎ কমবে।


যখন,সমুদ্রে বান আসবে তখন
পাখির মতন উড়ে,যাবো পলকেই
পাখি আনন্দের গান,গাইবে যখন
বিষন্নতার উষ্মাশ্রু, তার পড়বেই।


ধরতে চাওয়া সুখ,একটা মুহূর্তে।
ঘূর্ণিঝড় হয়ে উড়ে যাবেই আবর্তে।।