বাবা বিশ্বকর্মা-
তোমাকে বাবা বলবো না ভাই?
জানি না।
সে তুমি যাই হও।
তুমি নাকি বিশ্বের সব কাজ করতে পারো।
ভালো -সবাই তাই বলে।
দেখো চাঁদে আমাদের বিক্রম বিষম বিপদে পড়েছে,
তার সঙ্গে ইসরো কিছুতেই
যোগাযোগ করতে পারছে না।
তুমি একটু দেখো না ভাই।
তুমি কাছেই আছো।
চাঁদের কাছে।
পারবে তো?
কম্পিউটার চালাতে জানো তো?
ওটা আবার -
হ্যাঁ তুমি এ সব শিখেছিলে?
কি জানি?
শুনেছি তুমি সারাজীবনে ওই
চাঁদ সদাগরের লোহার ঘরটাই করেছ।
তাও আবার -
মনসার সাথে যুক্তি করে,তাতে একটা ফুটো -
বেইমানি -
দেখেছ নিজের লোককে
গুরুত্ব বেশী দাও -
এ রীতি আমাদের এখানেও আছে
স্বজন পোষন-
মা মনসা,দেবতা যে-
আর চাঁদ সদাগর মানুষ।
তাকে ঠকালে?
তাবলে ইসরোকে ঠকিও না।
আসলে পৃথিবীতে অনেক লোক বেড়ে গেছে।
চাঁদে একটু জায়গা দরকার।
ওখানেই যেতে হবে ভবিষ্যতে।
তাই খোঁজ খবর রাখা আর কি।
ভাই বিশ্বকর্মা দয়া করে একটু
সাহায্য কোরো।
দেখো ওটা যেন চুরি না হয়।
সোনা দিয়ে তৈরী।
সোনার যা দাম -
গরীবের জিনিস,একটু লক্ষ্য রেখো।
নাসা টাসা হলে কিছু বলতাম না।
ওরা খুব বড়লোক।
ভাই বিশ্বকর্মা -
তাড়াতাড়ি কোরো-
কি? কি বললে?
ও তুমি চলে এসেছ পৃথিবীতে?
পুজো?
ঠিক আছে ফিরে গিয়ে কোরো।
অনেকদিন পরে একটা কাজ পেলে।
পারবে তো?
====