।।বিশ্বাস।।
দেবপ্রসাদ জানা
  ৭.১১.২০২০


ভাবছি মন্দির করে,তাতে তোর ছবি
বসিয়ে পুজো করব,হেমন্তের মাসে,
হালকা শীতের ছোঁয়া,মুসম্বিনী রবি।
শিশিরে ভেজা সকাল,নির্মল বাতাসে।


তার মন বিশ্বাসের হাত ভালোবাসে।
বাসুক না,ভালোই,কি আর এসে যাবে?
যে হাতে কালিমা নেই,সে হাত কোথায়?
সকালের মতো স্বচ্ছ হাত তুমি পাবে?


তার হাতের আদর মাখানো বিশ্বাস,
মোর বুকের উপরে,নীড় গড়ে তোলে।
ভালোবাসার অঙ্গনে, ভরসার প্রশ্বাস।
রুপালী জোছনা ভরা আকাশের কোলে।


আমি খুব সহজেই,তার উষ্ণ স্পর্শে,
নীলকন্ঠ হয়ে যাই, অনন্য আদর্শে।