।। বড় আদরে।।
দেবপ্রসাদ জানা
  ১৭.৭.২০২০


ধান গাছের কোমর ভেঙে গেছে আমফানে।
সবজির বাগানে ময়াল বন্যার ত্রাস।
কাল নাগিনী অগ্নিকন্যার আমাজনে তাণ্ডব।
আন্দোলনে যোগ দিয়েছে ভাক্সিন।
কে আগে কে পরে?
বিশ্ব জুড়ে এ পাড়ায় ও পাড়ায় করোনা উৎসব।
কড়াই কড়াই বিনা মুল্যের চালের ভাত।
আর বাংলা মদ, মুরগির মাংস।
আয়োজন জবরদস্ত।
উসকোখুসকো প্রকৃতি সারিবদ্ধভাবে  ভাবে  
হাসপাতালে আড়িপাতে।
মাক্স আর কিডস্ আছে তো?
মদের দোকানে মাতালের আনাগোনা
অদ্ভুত এক নিয়ম মেনে জীবনীশক্তির প্রয়াস।
কুয়াশা আর শিশিরবিন্দুর ব্যবহার হারিয়েছে কবি।
মাকড়সা জাল বুনতে থাকে চীন -যুদ্ধ যুদ্ধ ভাব।
শান্ত -স্নিগ্ধ সাধারণ  মানুষ ভয়ে কাঁপছে।
আদরে আবদারে মেঘ গলে পড়ছে প্রতিদিন।
উদাসী বরষা মেঘের গায়ে রামধনু আঁকে।
হাতে হাত নেই ভালোবাসার দাম নেই
প্রেম পিরিতি পরকীয়া অসন্তুষ্ট জায়া।
আর কলম হাতে নষ্ট কবির স্বপ্ন ঘেরা মায়ায়
কবিতার জন্ম বড় আদরে।