বৃদ্ধবৃক্ষ
দেবপ্রসাদ জানা
  ২০.৪.২০২১


আমার মনে তোমার,প্রেমের আগুন
না জানি পোড়াবে কত,হৃদয় গভীরে
সুখের পরশ পাবে,সুঠাম তরুণ।
আমি শুষ্কবৃদ্ধ তরু,প্রস্থান অচিরে।


আবেগের ছাদ,ভেঙ্গে পড়বে সেদিন।
যেদিন সম্মুখে এসে,দাঁড়াবে শরমে।
সাদা মেঘের গালিচা পাতবো সেদিন
যেদিন আমার যাত্রা,পরম অন্তিমে।


দেখা হবে একদিন, পড়ন্ত দুপুরে,
পশ্চিম মেঘের কোনে,রক্তিম বিলাপে।
সেই বসন্তের শেষে,আঁধার তিমিরে
রক্ত গোলাপের বনে,মধুর আলাপে।


বৃদ্ধবৃক্ষ আমি,তবু বলি,ভালোবাসি
দেহ মোর আস্তাকুঁড়,মন রবি শশী।