কখনো বীরাঙ্গনা তুমি
কখনো লক্ষীবাঈ।
কখনো রণচন্ডী তুমি
কখনো মেহেরবাঈ।
কখনো ছিন্নমস্তা তুমি
কখনো চৌধুরানী
কখনো চিট্ ফান্ডপৃষ্ঠে
চম্বলের রানী।
কখনো রাজিয়া সুলতানা
কখনো দশভূজা
শুভ্রবসনা তুমি চঞ্চলা,
ওড়াও ধ্বজা।
দেশ জননী মমতাময়ী
দেবী অনন্যা।
জনগনমন জননী
চানক্যকন্যা।
শক্তিরূপীনী,চন্দ্রানী
দুর্গতি গতি।
অনাথ জননী তুমি
দেবী সরস্বতী।
প্রগতির গতি তুমি
তুমি দিনমনি।
অপার করুণা তোমার
তুমি দয়ার খনি।
বিশ্ববন্দিত তুমি
তব কন্যাশ্রী।
পল্লীতে পল্লীতে হাসে
তব আলোশ্রী।
কল্লোলিত নদী তুমি
দয়াশ্রী সাগর।
চন্দ্র সূর্য ওঠে বসে
চলে চরাচর।
গতিধারা দেয় সাড়া
আজ কোলাহলে।
ভূমিসূতা জনমাতা
কেন রোষানলে।


==========