দেখি এই চরাচরে,
পাপ  রাজ করে,
পুন্য  পায় না স্থান ।
খুন রাহাজানি,
নেই মানামানি
একে অপরের জান।
গুলি বন্ধুক,
ভাঙ্গে সিন্ধুক
করে বোমা বর্ষণ।
দিনরাত কাটে,
দেখো মাঠে ঘাটে,
চলে নারী ধর্ষণ।
চাষী চাষ ছাড়ে,
কে বোঝাবে তারে,
দিকে দিকে আহাকার।
সকলে আলস্যভরে,
বীজ না বপন করে,
পক্ক শস্য পাবে নাকো আর।
দেশে দেশে দূর্মতি,
কি যে হবে গতি,
রাজনীতিতেই মগ্ন।
জল নেই দেশে,
কি যে হবে শেষে?
কচি বয়সেই রুগ্ন।
যৌনতার ত্রাস,
কে করিবে হ্রাস,
গুরু করে দেহ মন্থন।
যে দারোয়ান,
কমিশন খান
রানী বলে সৎ হন।
দেখতো কেমন,
বোঝে জনগন,
জানে মহিয়সি নারী।
যদি শক্তি থাকে,
রোধ করো তাকে
আমি সব করে হারি।
নয়তো, তুমি এককালে,
পতিত হবে যে নালে,
তখন কে তুলিবে তোমারে?
যদি তুমি হও ধীর,
পিড়িতের অশ্রু-নীর,
নিজ করে যে, সেই পারে।
তোমার  অশ্রু দেখিয়া
সকলে যাবে বুঝিয়া
তুমি সেই মহাজন।
দেখিবে সকল জনে
খুঁজিবে বনে বনে
করিতে পারিবে রন।


==========