তোমার ছানা দিচ্ছে হানা
পেটের ভেতরে।
গুড় গুড় গুড় করছে পেট
তোমার নজরে।
সকালবেলা সাজিয়ে থালা
তোমার আদরে।
গুড় গুড় গুড় দিচ্ছে মোচড়
এমন স্বজোরে।
নিম্নচাপে গাড়ির তাপে
ঢালবে এবারে।
সামলে চলি বজরঙবলি
কেমন মজারে।
এমন তুমি মম মৌমি
ওরে বাবারে।
কাঁপছে হাত কাঁপছে দাঁত
জল জমছে ঘাড়ে।
পেটের ভেতর খচর খচর
মজা আহারে।
কোথায় পাবো রাস্তায় যাবো
ফেলব কোথায় তারে।
গাড়ির ভারে মোচড় মারে
আমায় বাঁচারে।
এই হয়ে যায়,এই হয়ে যায়
মারছে স্বজোরে।
হাতের তালু বড্ড চালু
অল্প ঘামারে।
অল্প অল্প নতুন গল্প
গোটা বছরে।
কানে ধরি পায়ে পড়ি
আর না আদরে।
ছানা খেয়ে তিষ্ট হয়ে
কে যায় দাদারে।
===