ছিঃ লজ্জা -ছিঃ লজ্জা- আমরা পুরুষ?
আমরা যারা বড়াই করি,আমরা পুরুষ।।

সমাজের ধারক ও বাহক-তাদের ছিঃ।
বিষন্নতায় পাগল একটা সমাজ ছিঃ।।

আপাদমস্তক মুখোশের আড়ালে রেখে পরিহাস।
জীবনের গোপনতম পাপের নিভৃতে সহবাস।।

বিগলিত সত্তার তাপে সমুদ্র মন্থন উলম্ব প্রস্তরে।
নক্ষত্র জেগে ওঠে প্রতিদিন নক্ষত্রের ভেতরে।।

সে মরা নদীর স্রোত হোক আর উজান ভরা বন্যা
জীবনের প্রকৃত ধর্ম প্রাকৃতিক, ধরিত্রী কন্যা।।

এর পর
মা বোনেদের হাতে কন্ডম দিয়ে বলতে হবে।
যাও এটা নিয়ে, সামনে অনেক পুরুষ দেখবে।।

কন্ডম ধরিয়ে দেবে হাতে তাদের। বলবে আসুন।
ধর্ষণ করো,  মন ভরে গেলে, গায়ে আগুন।।

নাকি বলবে -
যদি ভয় পাও, আমাকে যেন হত্যা কোরো না।
দোহাই তোমরা আমাকে যেন পুড়িয়ে মেরো না।

ছিঃ লজ্জা।
তোমরা না সমাজ গড়ো, বিদ্যে বুদ্ধি ধরো,?
এমন কথা কেমন করে উচ্চারণ করতে পারো?