একটা চিঠি এসেছে
আমার কাছে,
একটা সাদা কাগজে চিঠি।
কিছু লেখা আছে।
কিছু লিখতে হবে।
আরো
যদিও লেখা গুলো দেখা যাচ্ছে না।
যা দেখা যায়
তা মনের কথা নয়।
যা দেখা যাচ্ছে না?
মনের গভীর কথা।
তোমাকে ফোন করে পাইনি।
এস এম এস করেও পাইনি।
ওয়াটস্ অ্যাপ, ফেসবুকে তো
দেখাই যায় না।
তাই এই চিঠি,
সাদা কাগজে।
শুনেছি পোষ্ট অফিস গুলো
এখন দারুন।
দ্রুত সব ডেলিভারি।
আমার বড় শালা তাপস মন্ডল
পোষ্ট অফিসে চাকরি করেন।
সে বলে চিঠিতো কেউ দেয় না
আর কেউ দিলেই ডেলিভারি।
ভালো লাগে।
চিঠিতে যা লেখা আছে-
তোমার চিঠি তে -
কতদিন আর এই প্রতারনা সইব।
আর যে পারি না।
তুমি অকারণে আমাকে
সন্দেহ করছো।
আমিতো তোমাকে ছাড়া-
ভুলতো একটা করেছি।
তাবলে এত বড় শাস্তি?
তুমি তো কাপূরুষ নও।
তবে?
আমি অনেক অত্যাচার
অনেক যন্ত্রনা সহেছি।
কোনো প্রতিবাদ করিনি।
করবো না।
যতই যন্ত্রনা দাও
তবু তোমাকেই চাই।
===