দুচোখের পাতা এক করতে দিচ্ছে না
চোখের তারা।
কেন জানো? শুধু তোমাকে দেখবে বলে।
এমন করে কত নিদ্রাহীন রাত্রি,
খুঁজে বেড়ায় তোমাকে।
আকাশের তারার মত জ্বলজ্বল করে সে।
স্মৃতি গুলো সব জেগে ওঠে মোবাইলের পর্দায়।
ওগুলো এখন, মাথা বহন করতে চায় না।
শুধু শুধু মাথার মেমোরি ফুল করে লাভ কি?
তাই মোবাইল বন্দী করে রাখা স্মৃতি গুলো
চোখের সামনে এনে স্মৃতিচারণ।
নেশায় ডুবেছে শরীর ,
অপেক্ষায় দিনের পরেও রাত জাগছে অক্ষিগোলক।
শুধু দেখার জন্য। শুধু অপেক্ষা ।
সেদিন কল্পনাতেও আসেনি ।
এমনভাবে আসবে তুমি, হৃদয় ছূঁয়ে দিতে।
কত জন্ম উন্মুখ, তোমার অত্যাশ্চর্য অনন্যতায়।
যেন এক পশলা বৃষ্টি।  
শিহরন জেগেছিল ক্ষণিকের।
বোঝাতে পারিনি আমি।
সেই মূহুর্ত গুলো কি অনুভুতি
হারিয়ে গিয়েছিলাম অজানা স্বপ্নের দেশে।
হৃদস্পদনে স্তব্ধ সংলাপে ,শুধু অস্থিরতা !
আড়চোখ তোমায় দেখেছে ।
আপাদমস্তক শুধু ভালোবাসি মোড়া।
যেন স্নিগ্ধ জোছনা।
উত্তেজনায় কীটদ্রষ্ট ফুল বৃন্তচ্যুত আজ। ।
আফসোস তোমার অনুপস্থিতি!
না বলা কথা অনুভবের জানালায় বন্দী।
অথচ শোনার জন্য কাছে নেই তুমি ।
একটাই চাঁদ অমানিসার অন্ধকারে ঘুমায়।
চোখের তারা জাগে অহেতুক অহংকারে।