।।ধরিত্রী আবার মুক্ত হবে।।
       দেবপ্রসাদ জানা
            ১৩,৫,২০২০


তুমি নাকি বিশ্ব নিয়ে খেলা করো
তোমার হাতের মুঠোয় পৃথিবী ধরো।


আমি বলি নি, বিদ্রোহী কবি নজরুল বলেন।
আপনি নাকি আগুনের গোলা হাতে চলেন।


আপনার হাতে নাকি মহাজাগতিক শক্তি।
হাজার খানিক বল নিয়ে লোফালুফি খেলেন।
আপনার হাতেই দিন রাত্রির যাওয়া আসা।
করতলে চাঁদ রেখে নিবিড়ে ঘুম দিতে গেলেন?


পৃথিবীর আলো বাতাস অন্ধকার সব তোমার!
হে পিতা ছদ্মবেশে স্নেহময় আঙুল গুলো ছুঁয়ে দাও
একশ হাতি শক্তি দাও শরীরে, মনেও।
আবার আমি যুদ্ধে নামি কলম হাতে।


পুড়িয়ে দাও পৃথিবীটাকে নিজের হাতে জ্বালিয়ে।
সূর্যের সঙ্গে একবার ঠোকাঠুকি দাও লাগিয়ে।
চাঁদ যখন নেশা করে অল্প সময়ে যাবে হারিয়ে।
জন্ম মৃত্যু তো আপনার হাতের খেলা দাও জানিয়ে।


নতুবা এমন জোরে ছুঁড়ুন যেন পৃথিবীটা সূর্যের ভেতরে চলে যায়।
পুড়ে ছাই হয়ে যায় যত পাপ অভিশাপ ভাইরাস জীবনের সব দায়।


কেন?
বারে দেখতে পাচ্ছেন না?
গোটা পৃথিবীটায় মৃত্যু উৎসব চলছে। পোকা লেগে গেছে সব, বেগুনের মতো।
কুরে কুরে খাচ্ছে, ভাইরাস তো আছেই। আরো আছে হারামজাদা যতো।


যত না মরছে ভাইরাসে।
তার থেকে মরছে সন্ত্রাসে।
আকাল লাগবে এবার
খাদ্যাভাব আসছে আবার।


চাষী চাষ করে না ভয়ে,যদি জ্বর হয়
বন্দী করে নেবে পুলিশ তার ভয়।
মাঠের সবজি মাঠেই নষ্ট হয়।
আর কত যন্ত্রনা সহ্য হয়।


আগুনে পুড়লে পৃথিবী আবার সুদ্ধ হবে
সবুজে পৃথিবী আবার ঢেকে যাবে।
যত রোগ যত ভাইরাস দূরে চলে যাবে
ধরিত্রী আবার মুক্ত হবে।।