সব সময় আছি আমি
তপ্ত চাটুর ওপর।
কখনো কেউ রাখেনি,
আমার মনের খবর।
তাওয়ার তাপে তাধিনাধিন
নাচছি সারাদিন।
কখনো তাপে কখনো অ্যাপে
কাটছে তন্দ্রাহীন।
অফিস বলে কেমনে চলে
ঘন্টা দশেক কাজে।
গৃহিণী বলে সংসার চলে?
অফিস সকাল সাঁঝে।
পায়ের তলায় তপ্ত তাওয়া
দাঁড়াই কেমনে?
বড় বড় ফোস্কা পড়ে
আমার চরণে।
ছয়জনের সংসারে আমি
একা রোজগেরে।
প্রলয় নাচন নাচায় গিন্নী
ঘরের ভিতরে।
বাজার করো স্কুল চলো
প্রতিদিনের কাজ।
শরীর টাকে প্রনাম করি
টিকেও আছে আজ।
পানের থেকে চুন খসলে
গিন্নি নাচেন ঘরে।
পানের ওপর চুন লাগলে
বসের কোপ পড়ে।
বাবা মায়ের কোনো খবর
রাখতে পারিনি।
খোঁটা দিতেও তারা কখনো
একটু ছাড়েনি।
গিন্নীর ভারি অভিমান হয়
কেমন স্বামী আমি।
সারাদিনেও একটা খবর
জানতে চাইনি আমি।
সারাদিনে কি যে করি
কেউ বোঝে না তা।
সকাল বিকাল নাচছি আমি
ধিনধিনাধিন তা।
===