।। ধ্রুবতারা।।
দেবপ্রসাদ জানা
  ২৬.১১.২০২০


জানি লোকটা পাগল,তা বলে বেচারা
আকাশের ধ্রুবতারা,চেনে না তা নয়।
তার ঘরে উঁকি দিচ্ছে,তোমার স্মৃতিরা,
আকাশের দিকে চেয়ে,কত কথা কয়।


একদিন হাতে হাত,ফুলের বন্ধনে
বাধা বিপদ পেরিয়ে,টোপর মাথায়
লাল চেলি গায়ে দিয়ে হোমের আগুনে
সাত পাকে বেঁধে তবে,এনেছিল গাঁয়।


একফালি চাঁদ যেন,ঘর আলো করে
ছিল কয় মাস,কিযে হলো?সায়োনারা।
আঁধার ঘরের,এক কোনে,তার তরে,
সেযে জ্বেলে গেল বাতি,হয়ে শুকতারা।


স্মৃতিরা আজও উঁকি দেয়, তার ঘরে
পাগল লোকটা তাই, ধ্রুবতারা ধরে।