তিনটে বেজে গেছে,
সন্ধ্যা আসলো বলে।
আর কেন? দুপুর আর নেই।
সময় হারিয়ে গেছে।
শরীরেও দুপুর নেই,
মনের ও  নেই।
আর কষ্ট পাই দুপুর নেই বলে?
স্বপ্ন দেখা বন্ধ হবে ,
ঘুম চুরি হয়ে যাবে রাতের।
দিবা নিদ্রা ভঙ্গ হবে এবার।
আর কিছুক্ষন মাত্র
এবার ফেরার পালা,
এবার মিটবে মনের জ্বালা।
এই সন্ধ্যাবেলা,
না ঠিক সন্ধ্যা নয়,
সন্ধ্যার ঠিক আগে।
ঘুমাও পাখি,
শিহরে মৃত্যুকে ডাকি।
আমি রয়েছি পাশে।
কে আমি?
আমি সময়, ইতিহাস খুঁজি।
অসুবিধে নেই তো?
যদি কাছে থাকি।
ঘুম ভাঙ্গা চোখে এবার জল দাও।
সন্ধে লেগেছে সময়ের গায়ে।
আর কিছুক্ষন বাকি, ছবি হতে।
কেমন আছো তুমি?


আগুনের গায়ে লাগিয়ে আগুন
প্রশ্ন করো কেমন আছি?
ফাগুন গিয়েছে চলে বহুদিন
শুধু ঝরা পলাশ পড়ে আছি।