শুনে এলাম আর জি কর এ
ভর্তি নাকি চারজনে।
লক্ষ্মী,সরস্বতী,কার্তিক, গণেশ
মা কাঁদে অসুর সনে।
দূগ্গা মাগো কাঁদছ কেন?
সন্তান হারানোর ব্যথা যেন
লেগেছে তোমার মনে।
শহর তোমাদের বিষ দিয়ে
স্লো পয়জনে মারবে।
এখানে বাতাস বিষে ভরা
অক্সিজেন তো লাগবে।
গাড়ি চলার ধোঁয়াতে বিষ।
জলে মেশা আর্সেনিক বিষ।
এই নিয়ে তো আছি।
এখানে শিশুর দুধে বিষ।
এখানে রুগীর পথ্যে বিষ।
কেমন করে বাঁচি?
সবজি কাঁদে ফলিডলে
এমন বিষটা তেজি।
শিশু মাছ কিসে ফোলে
একমাসেতেই কেজি।
এখানে বেগুন চকচকে।
এখানে ভেন্ডি লকলকে।
এখানে ফসলে ইউরিয়া।
এখানে ডেঙু ম্যালেরিয়া।
এখানে উচ্ছে পটল মুলো।
বিষ খেয়েছে অনেক গুলো।
তাই খেয়েতো বাচ্চা গুলো।
হাসপাতালে গেলো।
এখানে বিষাক্ত সবুজ রঙে
রাঙিয়ে তোলা তাজা ঢঙে।
দোকানে সাজানো থাকে।
এই শহরে মা বিষের হাতে
বন্দী সবাই এক সাথে-
দোকানে সাজিয়ে রাখে।
এখানে হাজার অসুরে ভরা
বিষ দেয় কড়া কড়া।
মরুক সব লক্ষ্মীছাড়া
এখানে কত সন্তান হারা
এইতো মোদের বসুন্ধরা
মোদের দুঃখ বুঝবে কারা?
একটা অসুর মারতে গো মা
দশ দশটি হাত নিলে।
দশ রকমের অস্ত্র ধরে
এক অসুরকে ভয় দেখালে।
এত গুলো অসুরকে মা
কেমন করে আর মারবে।
ফিরে যেতে পারবে কি আর?
সব বন্দী করে রাখবে।


===