কেন গো ফাগুন? আগুন জ্বালো
পলাশ ফুলের বনে।
আমার প্রিয়া পালিয়ে গেল
পলাশ ফুলের সনে।
আসতে একটু দেরি হয়েছে
তাতে হলো কাল।
বসন্ত যে দেরি কোরে
আসছে চিরকাল।
তার বেলায় ছেড়ে দাও সব
দোষ হয় না কিছু।
আমার বেলা ভাবনা টা,
কেন উচু নিচু।
রঙের ফাগুন এত আগুন
কোথায় পেল আজ।
আমার রঙ  কেড়ে নিয়ে
মাথায় পরলো তাজ।
পলাশ তুমি দাও না ছেড়ে
আমার প্রিয়তমা।
আমি কিন্তু মরব এবার
কেউ করবে না ক্ষমা।
দাও না গো ডেকে, তাকে
লুকিয়ে আছে কোথায়?
ফাগুন মাসে তাকে ছেড়ে
হৃদয় কাঁদে ব্যথায়।
===