কে দাঁড়িয়ে কুরুক্ষেত্র ময়দানে?
গান্ধারী?
কি দেখছ?
না তুমি তো আবার স্বেচ্ছান্ধ।
কেন বেঁধে ছিলে চোখ?
এই কারণে?
স্বামী ভক্তি?
আসলে তুমি জানতে যে পাপ তুমি জন্ম দেবে,
তাকে ধর্ম যুদ্ধে বিনাশ হতেই হবে -
একদিন।
আর তা তুমি দেখতে পারবে না।
শত শত মৃতদেহ পড়ে আছে।
ঐ যে তোমার প্রিয় পুত্র দূর্যোধন,
ছিন্ন ভিন্ন উরু ভঙ্গ দেহ।
তোমার নয়নের মনি দূঃশাসন
মুদিত নয়নে রক্তাক্ত।
ঐ যে তোমার শত পুত্রের বাকি আঠানব্বই জন।
ছিন্নভিন্ন -
মৃত্যুঞ্জয়ী ভীষ্ম ও তাদের বাঁচাতে পারেনি।
দেখো চোখ খুলে দেখো তীর বিদ্ধ ভীষ্মকে -
শর শয্যায় -
তোমার শত পুত্রকে সেও বাঁচাতে পারেনি।
পাপ, হ্যাঁ পাপ মহাপাপ -
আজ যদি জন্মের পরেই চোখ খুলে দেখতে,
তাহলে হয়তো এরা বেঁচে যেত -
হয়তো বা তোমার দৃষ্টির রষ্মি এদের লৌহ মানব করে দিত।
নয়তো বা তোমার চোখ খোলা থাকলে-
এদের সৎ ও নির্ভীক করে গড়ে তুলতে পারতে -
আজও মায়েরা ছেলেদের প্রতি স্নেহান্ধ,
চোখ খুলেও অন্ধের মতো,
কিছু দেখতে পায় না।
হিংসা বিবাদ,খুন রাহাজানি,ধর্ষণ,
কোনো কিছুতেই তাদের হাত কাঁপে না।
গান্ধারী কি বার্তা দিয়ে গেলে মহাভারতে -
এই ভারতে।
===