আরে আরে গরম দাদা
একটু খানি ঠান্ডা হোন।
কোন খানেতে ছেড়ে এলেন
আপনার বর্ষা বোন।
চলতি মাসে বাসে ট্রামে
শহরতলীর রাস্তাঘাটে।
শ্যামল সবুজ অচিন গ্রামে
মেঠো পথের বাজার হাটে।
আর পারি না গরম দাদা
একটু কি ঠান্ডা নাই?
বর্ষা দিদি লুকিয়ে আছে
তার খোঁজটি চাই।
শীতলবাবু বোনাই আপনার
আসবে কেমনে?
বর্ষা দিদি না এলে যে
যাবো সমনে।
দিনের বেলায় সুর্যিমামা
আপনি থাকেন সঙ্গে।
দুই চোখেতে মরীচিকা
কেমন লাগে বঙ্গে।
ঝড়বৃষ্টি আয়লা ফনি
সবই গেল মিছে।
বর্ষা দিদি এলো না তবু
আপনি এলেন পিছে।
জানি মোরা দোষের ভাগি
গাছ কেটেছি অনেক।
বর্ষা এলে গাছ বসাব
হাজার গোটা দশেক।
ধুলিকনা পলিউশনে
বাতাস হয়েছে ভারি
পাপের ভাগি ষোলো কলা
শাষ্তি পাচ্ছি তারি।
গরম দাদা আপনার পায়ে
গড় করছি তাই।
ছাড়ো দাদা এবার গদি
বর্ষা দিদি চাই।
শীতলবাবু রাগ করেছে
বর্ষা দিদির ওপর।
তারও পায়ে রাখছি মাথা
আশা মনের ভেতর।