।।হাঁটতে হবে অবিরত।।
    দেবপ্রসাদ জানা
        ২৭.৬.২০২০
নেমেছি যখন পথে হাঁটতে তো হবেই।
সে হাত ধরে হোক বা নাই ধরে হোক।
পাশাপাশি বা আগেপিছে।
জীবন নামে জমির আল ধরে।
সরু কাদামাটির আল।
কোথাও বড় পিছল।
অজান্তে অন্য মনে বিসন্নতার, বেদনার
অসফলতার কাদামাটি পার হয়ে তবেই
সফলতার সিঁড়ি।
কখনো কাঠ ফাটা রোদ।
কখনো ঝোড়ো বাতাসের অবরোধ।
কখনো জোছনায়।
কখনো উন্মাদনায়।
কখনো হাঁটতে হবে।
কখনো দৌড়ে পার হতে হবে বালুচর।
চোরাবালির পথে।
কখনো প্রত্যাখ্যানে শুন্য হতে হবে।
তবু হাঁটতে হবে অবিরত।
হাঁটতে হবে বিস্তৃত প্রান্তরের মাঝে শুন্যতার মধ্যেই।
হাঁটতে হবে সঙ্গীহীন একাকী পথের কাঁটার হাত ধরে।
যদি মহাবিস্ফোরণে হারিয়ে যেতে হয়।
যদি ভালোবাসার প্রত্যাখ্যানে স্তব্ধ হতে হয়।
মৃত্যুর গাঢ় রক্তিম বিভা আঁকড়া দিয়ে রাখে।
প্রলুব্ধ করে জীবনের মাঝপথে দাঁড়িয়ে যেতে।
আবার জেগে উঠতে হবে নিভৃতে একান্তে।
প্রতি দিনের শেষে, রাতে অন্ধকার আসবে।
রাতের শেষেও দিনের আলো ফুটবে মনের গভীরে।