।।হারানো পুঁথি।।
দেবপ্রসাদ জানা
  ০৩.১২.২০২০


আমার বাল্যকালের হারানো পুঁথির-
কিছু পাতা খুঁজে পাই,কালকের রাতে।
ছেঁড়া পাতা গুলো আজ,মূক ও বধির।
বহু বর্ষ অন্ধকারে বন্দী, বঞ্ছনাতে।


তারা আমার শৈশব,আমার কৈশোর,
কাঁপা হাতে লেখা কিছু,মণি মুক্তা লিপি।
অপোক্ত ভাষার শব্দে আমিও বিভোর।
এক একটা অক্ষর যেন শিলালিপি।


অলীক সব প্রশ্নেরা উত্তরের খোঁজে
অবোধ্য অবাধ্য লিপি,কাটাকুটি খেলে।
জরাজীর্ণ পুরাপত্র,কিযে ছাই বোঝে,
অকারণে ঝরে পড়ে,শক্ত হাতে নিলে।


চেয়ে থাকে বর্ণমালা,অভিমান করে।
কেন তারে বন্দী করে রেখেছিল ঘরে।