।। হাত বদল।।
দেবপ্রসাদ জানা
  ০৮.১২.২০২০


অনেক দূরে বিদেশে,তুমি চলে গেলে।
বলে গেলে,তাড়াতাড়ি ফিরব সরমা।
কাদামাটির ঘরেতে,মোরে রেখে দিলে
কুঁড়ে ঘরে আমি নাকি,মাটির প্রতিমা।


বিচুলি আর বাঁশের,ছাউনিতে ঘেরা-
একলা ঘরে,তোমার অপেক্ষায় থাকি,
তুমি এলে না আজও। মিষ্টি গন্ধে ভরা
তোমার পাঠানো চিঠি,বুকে করে রাখি।


বহুদিন পরে বুঝি হয়েছে স্মরণ
অনাহারে,অপেক্ষায়,জরাজীর্ণ আমি।
শুনেছি গড়েছ তুমি,একান্ত আপন-
ইমারত! কাঁচাঘরে কই,এলে তুমি?


এসেছিলে সেই তুমি,বাতাস বলেছে।
হাতে রাখা হাতখানি,বদলে গিয়েছে।