ঝরে পড়া পালকেরও প্রতিশব্দ
শোনা যাচ্ছে আজকের বিশ্বে।
অন্ধকারে আলো ঢুকে পড়ার শব্দ
তাও কর্ণগোচর হচ্ছে।


কই সে কোলাহল কই সেই
জাতি বর্ণ নির্বিশেষে লড়াই।
ফুরিয়ে আসছে আয়ু।
আশ্চর্য হিম অন্ধকারে ডুবে
যাচ্ছে গোটা পৃথিবী।


নীল নীল আকাশ ফ্যাকাশে হয়ে গেছে,
আর মেঘের কানে কানে পরকীয়ার কথা বলে না।
মৌমাছি মধু সংগ্রহ ভুলে ফুলের সাথে গৃহ বন্দী।
প্রজাপতি ফুলের দেমাক দেখে কটূক্তি করছে না আর।
পৃথিবী ভয় পেয়ে কক্ষপথ ছেড়ে হিম অন্ধকারে।
গাছ গাছালি পাখপাখালি
ক্ষনে ক্ষনে দীর্ঘশ্বাস ফেলছে।
কোন একটা মেঘ এক পশলা বৃষ্টি দিয়ে
মাঠটার গরম বাড়িয়ে গেল।
যতই গরম বাড়ছে
তেনারা ও পাল্লা দিয়ে বাড়ছে।