।।ইচ্ছেরা তখন।।
    ২৬.২.২০২১


যখন ইচ্ছের পাখা দুটি, ডানা মেলে ।
উড়ে যেতে ইচ্ছে করে,আকাশের পানে
আকাশ যেখানে মেশে,তার ডাক পেলে
ওড়ে মহাসমুদ্রের, আকুল আহ্বানে।


ঢেউয়ের মিতালিতে,নয়ন জুড়াতে।
ইচ্ছেরা যে,তার বুকে ঝাঁপ দিয়ে পড়ে।
সাগর গভীরে সব বেদনা ঘোঁচাতে
উথাল পাথাল ঢেউ,নেবে কষ্ট কেড়ে।


সমুদ্র তুমি গর্জনে, উচ্চাঙ্গে হাসবে,
বলবে,"জীবনে এত বিষ, আর কত?
এই ক্ষুদ্র বুকে মোর, ঢালতে পারবে?
জীবন সমুদ্রে যেন ,বড় হয় ক্ষত।


সুহাসিনী নীলাম্বর,শাড়িতে সাজবে,
ইচ্ছেরা তখন পাখা মেলেই ভাসবে।