জানি ঘাপটি মেরে বসে থাকবে
দরজার গোড়ায়।
নূন্যতম দূরত্বেই।
আমরা ভয় পাই না।
আমরা প্লেগ দেখেছি
আমরা কলেরা দেখেছি
আমরা ফ্লু দেখেছি
গত একশত বছরে একবার।
পৃথিবী বিপন্ন আজ,
মহামারী দেশে দেশে।
তবু আমরা ভীত নই
আমরা দেখেছি
আমরা জেনেছি
তুমি দাঁড়িয়ে আছো দরজায়
মারাত্মক মারণ ব্যাধি নিয়ে
তবু আমরা ভীত নই।
এবার আমরা সাবালক।
আমাদের শক্তিশালী অস্ত্র
তোমাকে নিধন করবে অনায়াসে।
তুমি সাবধান।
আমরা চীন নই
আমরা ইতালি নই
আমরা ভারতবাসী
তোমার চক্রব্যুহ আমরা ভেঙ্গে দেব আজই।
তাই এনেছি জনতা কারফিউ।