সবার অলক্ষে আজ পৃথিবী বিপন্ন।
বিষন্নতায় ভরে গেছে গোটা একটা পৃথিবী।
জীবনের বারান্দায় দাঁড়িয়ে মৃত্যু প্রহর গোনে।
উন্মাদ ভাইরাস-
এক শাখা হতে আর এক শাখায়-
বাসা বাঁধতে বাঁধতে ক্রমশ বৃহাকার হচ্ছে।
যুদ্ধ লড়াই গোটা একটা পৃথিবী বোনাম করোনা।
উদাসিনতায় ফিরিও না মুখ।
সকলে মিলে মৃত্যুর সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করছি।
না আর না এবার পা হাত সব মেলানো বন্ধ।
তাই কারফু।
হ্যাঁ গতানুগতিক শৃঙ্খল টা ভাঙতে হবে।
সময়ের কাছে রাখা ছিল
ভাইরাস নামক রাক্ষসের প্রান পাখিটা -
তাই সেটা ধরার পালা।
জনতা কারফু।