বলো না দাদা জাতীয় পতাকা
এত সস্তা কেন?
বীর শহীদের রক্তে গড়া,তুমিই
বললে যেন !
রাস্তা ঘাটে ফুট পাতে
পচা নালার ধারে।
জাতীয় পতাকা সস্তা দামে
তবুও কেনে ধারে।
খালের পাড়ে ক্লাব ঘরে
মাঠের ধারে ওড়ে।
বীর শহীদের রক্ত পোড়ে
তাবু খাটানো ঘরে।
কাগজে রাঙা তেরঙ্গা দেয়
ভাত ফোটানোর আগুন।
এখনো দাদা সময় আছে
এবার একটু জাগুন।
কতকাল আর নিদ্রা যাবেন
সস্তা স্বাধীন হয়ে।
তিয়াত্তরেও হুঁস হলো না
সবই গেল সয়ে।
আরে আমরা স্বাধীন দেশে
পরাধীন হয়ে আছি।
কারো ঘরে মন্ডা মিঠাই
উড়ছে ঘরে মাছি।
কারো ঘরে সোনার থালা
কারো পেট খালি
কেউ থাকে পথের ধারে
কেউ গাড়ি আলি।
এটাই মোদের স্বাধীন দেশ
পরাধীনতার ছায়া।
উঠুন দাদা জাগুন দাদা
ছেড়ে আপন মায়া।
জাতীয় পতাকা ডাকছে আবার
আবার লড়াই চাই।
রক্ত দিয়েই ধুতে হবে
যত লজ্জা ভাই।
জাতীয় পতাকায় নোংরা লেগে
পড়ে আছে যেথা।
সবাই মিলে সফত নেব
ভুলিয়ে দেবো ব্যথা।
===