যে রাতে
আমার হৃদয়ে মৃত্যু এসেছিল।
সেই রাতেই তুমি ভিডিও কলে
ব্যস্ত ছিলে বিছানায়।


ছাদে শিশির ভেজা
গাছ গুলো-
আপন রঙে স্নান করেছে।
শিশিরের মতো, আমি
সবুজ পাতায় জড়িয়ে থাকা
শিশির বিন্দু।


হাতে বিষের শিশি ছিল
মৃত্যুর।
কোকিল ডাকছিল –
মধ্য রাতে-
বাগানের গাছ গুলোতে।
কোনো-একদিন
কথার ফাঁকে বলেছিলে
"তুমি তোমার মতো থাকো"
বড় কষ্টে ভুলতে চেষ্টা
করেছি।
পারি নি।


কোনো-একদিন সে এসে ছিলো,
মাঝের হাটিতে
জানি না।
এতটা এগিয়ে ছিলে?
তার পিপাসায় পিপাসিত তুমি
জানি।
এতটা?
তুমি স্বষ্তির নিস্বাস ফেলবে!
মৃত্যু দাঁড়িয়ে আছে
একান্তে -
মুক্তি চাই তো?
তোমার?
দেবো।
আমার ভালোবাসা
আমার হৃদয়
আমার আকুতি
বিরক্তি
তুমি দেখতে
পাওনি কখনো।


অশান্তি.
অশালীন ভাষা অবিরাম
আমার সাথে।
আমি শেষ হয়ে
আসছি।
কোকিল নও তুমি।
তবু তোমার কন্ঠে
কোকিল ছিল।
আমার জন্য নয়।
আমার হৃদয়ে মৃত্যু
আমি দেখেছি,  
আমার মন জুড়ে।


চিলে কোঠার ছাদে
আমার মৃত্যু আমার  
অপেক্ষায়।
কোকিলের ডাক-
পাশের বাগানটায়।
হুঙ্কার দিয়ে উঠছে মন।
অন্ধ আমি,
অন্ধকার টা দেখতে পাইনি।
চারদিকে
মৃত্যুর ছায়া।
চিলে কোঠার ছাদে।
একটা লাফ।


জীবনকে স্মরণ করতে গিয়ে  
অন্ধকারে, কুয়াশায়,
হারিয়ে যাচ্ছি আমি  
পাবে না আর  
হৃদয়ে মৃত্যু।
হাতে বিষের শিশি
গলার্ধকরণ।


কোকিলের ডাক।
চিলে কোঠার ছাদ
নিচে শুন্যতা।
নিস্তব্ধ।  
হে পৃথিবী,
স্থান দাও।
আমি মৃত্যুর হাত ধরে।
আমার
বিছানায় ভিডিও কলে
আমার প্রেয়সী।
  
======