।।জেগে উঠব।।
দেবপ্রসাদ জানা
    ২৮,৫,২০২০


আমি আবার জেগে উঠব কবরের মাটি ফুঁড়ে।
আগামী একশো বছর পরে একুশশো কুড়িতে।
পৃথিবী যখন আবার বিক্রি হবে সওদাগরের ঝুড়িতে।
আকাশে বাতাসে ভাসবে কাঠ কয়লার ছাই।
আমি একুশশো কুড়িতে আবার জেগে উঠতে চাই।
সবুজের বনে লাগবে আগুন, দাবানল।
উত্তাপে গলে যাবে বরফ।
আমি সেইদিন আবার জেগে উঠব
যেদিন মায়ের কোলে শিশুকন্যা লাঞ্ছিত হবে ।
যবে সর্বগ্রাসী ক্ষুধায় জীবনের পঞ্চরস
আঁখের রসের মতো নিঙড়ে খাবে।
নিরীহ দরিদ্র মানুষ যখন আবার অত্যাচারিত হবে
পাঠান মোঘল ফিরিঙ্গী, স্বদেশী জমিদারের হাতে।
নয়তো কাশ্যপের গুলিতে মরবে রাতে।
আমি আবার জেগে উঠব
চিতাভষ্ম হতে আগামী একুশশো কুড়িতে।
আবার যখন রাজপথে নির্ভয়ার গণধর্ষণ হবে।
পার্কস্ট্রীটে অসহায় সৌদামিনীকে কাঁদতে হবে।
যবে কামধুনী আর নন্দী গ্রামে কাতারে কাতারে মরবে ।
কিংবা কোন মহামারী আর আকালের কালে।
নয়তো পৃথিবীকে,আবার যখন করোনা জড়িয়ে  ধরবে।
যখন আবার ভয়ানক বিপদে পড়বে মানুষ
তখনই আমি আবার জেগে উঠতে চাই।।
এই ধরিত্রীর বুকে আবার নতুন রূপে নতুন সাজে
লড়াই এ নামতে চাই।