প্রিয় মৃত্যু।
তুমি কোথায়?
যে অন্ধকারে ডুবে গেছ
তোমাকে ভাই বলতে বড় লজ্জা করে আজ।
আমি জানি দাঁড়িয়ে আছো
অম্লান বদনে -
হয়তো আমার ই শিহরে।
কেন লড়াই করছো?
আমার সাথে -
ভুলে গেছো নাকি
আমার থেকে বয়সে ছোটো তুমি -
পৃথিবীতে আমি এসেছি আগে।
তারপর তুমি - এখানে অধিকার আমার -
এই শশাকলা ধরিত্রী আমার।
এ সম্পত্তি আমার। জানি-
আমার লোকেদের তুমি আত্মহত্যা করার -
প্ররোচনা দাও
প্রেমে আঘাত।
পেটে নেই ভাত।
পরীক্ষায় রেজাল্ট।
মার বকুনি।
বসের ধাতানি।
ভায়ে ভায়ে লড়াই।
পরকীয়া প্রকাশ।
কেন মিছে করো পরিশ্রম।
কেন দাঁড়িয়ে থাকো অযথা?
আমার  থেকে বেদনা নাও
অনুভব করো।
বেদনাই তো জীবন।
জানি-
ঝোপঝাড়ে,
ফুটপাতে,
রাতের অন্ধকারে,
প্রতি জীবনের শিহরে -
দাঁড়িয়ে আছো তো?
থাকো।
আর তো কোনো কাজ নেই।
আমার অনেক কাজ।
বড় যে তোমার থেকে অনেক।
শুধু এই অন্ধকার বেছে নিলে কেন?
ভাই -
আমার মতো আলোয় এসো
বেছে বেছে জীবনকেই  -
শত্রু করে নিলে- আমাকেই?
নিজের ভাই কেই?
তুমি কেন আসো?
তোমাকে ডেকেছে নাকি কেউ?


আমাকেই তো ডাকল।
এই যে বলল -হে ভগবান আমাকে মৃত্যু দাও।
শুধু আঘাত-আর আঘাত
এর থেকে জীবন নয় মৃত্যু শ্রেয়।
তাই তো আমি পুকুরের ধারে
সিলিং ফ্যানে -রাস্তার ধারে
মেট্রোর লাইনে
অপেক্ষা করি।
অতৃপ্ত বাসনা-
বেদনা -
প্রতারনা -
সব হরণ করব।
আলিঙ্গনে
শান্তি -
দড়ি হাতে?
মাথার ওপরে বনবন করছে
সিলিং ফ্যান-
একটুও সময় নিও না
এ জগতে তোমারে কেউ চায় না।
দেখো আমি চাই -
হ্যাঁ  আমি কনিষ্ঠ তোমার চেয়ে -
তবু ও
আমার কাছে আছে শান্তি
আমি শান্তি বিক্রী করি
জীবনের বিনিময়ে-
আমি যে -
মৃত্যু?
====