জীবন সংগ্রাম
দেবপ্রসাদ জানা
২৭.৭.২০২১


সুখের সময় গুলো,ক্রমশ ফ্যাকাশে।
সময়ের বেড়াজাল,গভীরে বিস্তৃত-
জীবনের ধ্বনিময়,মৌনতা প্রকাশে
হীনমন্যতায় ডুব,দিতে হয় আস্ত।


আষ্টেপিষ্টে ঘিরে ফেলে,ব্যর্থতা হতাশা
স্বপ্নেরা ভ্রুকুটি করে,উদাসিনতায় -
শীতের গাছের মতো, জবুথবু দশা।
আশার পালক ঝরে,যায় নিরাশায়।


জীবনের তরী ভাসে,সাগরের মাঝে
উৎকণ্ঠায় দিনের অবস্থান, সন্ধ্যা-
হিমশৈলের রোদ্দুর ,থরথর সাঁঝে
উত্তাপহীন দিনের,রোদ্দুর ও বন্ধ্যা।


শান্তির অরণ্যে জ্বলে,রুক্ষ দাবানল।
জ্বালিয়াছি মনদ্বীপে,গুপ্ত রোষানল।