।।জীবনের ছন্দে।।
  দেবপ্রসাদ জানা
     ১৩.৪.২০২১


এক পশলা বৃষ্টি চাই জীবনে
চৈত্রের মরসুম,রৌদ্রের দাবদাহ-
মেঘলা আকাশের কাছে,নতজানু হয়েছি আজ।
সোঁদা গন্ধ ভেসে আসবে-পৃথিবীর বুক ফুঁড়ে।
চোখ বন্ধ করে মিষ্টি গন্ধ নেবো এক নিঃশ্বাসে..


চৈত্রের দুপুরে চাই আরো এক পশলা বৃষ্টি,
পদ্মদীঘির কালো জলে,
পদ্মপাতার বুকে মুক্তো গড়াগড়ি।
শ্যাওলা ধরা পুকুরঘাটে কলমীলতার শেকল।
শুকনো তাল গাছে পড়বে বাজ।
চকমকি আগুনে-
পুড়ে ছাই হবে একা তমাল তরু।
গোলার ধানের বুঝি অকারণ শাস্তি।


আরো একবার মধ্যবেলায় এক পশলা বৃষ্টি।
ভোরের কাক আসবে, মেঘ কেটে গেলে।
কা কা রবে দুপুরে,ভোরের হাঁক পাড়বে।
কোকিল ভয়ে ডাক পেড়ে,রাত শেষ কবে।


আরো এক পশলা বৃষ্টি, চাই সন্ধ্যাবেলায়।
পারাবতী প্রেমিকার অভিমান ভারি।
ক্ষোভে তার নয়নদুটি রক্তবর্ণ আজ।

হ্যাঁ আরো এক পশলা বৃষ্টি চাই,
জীবনের ছন্দে,