আজ থাক না -
কাল হবে কথা।
মৃত্যুর কথা -
আকাশে আজ মেঘ নেই।
বাতাসে আজ ঝড় নেই।
হৃদয়ে আজ ব্যথা নেই।
আজ থাক না
কাল হবে কথা-
মৃত্যুর কথা।
পায়ে চলা ফুটপাতে।
বেড়াতে যাওয়া চিলকাতে।
কাক ডাকা প্রভাতে
আজ থাক না
কাল হবে কথা-
মৃত্যুর কথা।
আজ সূর্যের তাপ নেই
আজ নদীতে বান নেই
আজ বেদনার টান নেই
আজ থাক না
কাল হবে কথা-
মৃত্যুর কথা।
আজ তোমাতে প্রেম দেখি।
আজ গগনে পাখি দেখি।
আজ বিকালে তোমায় দেখি।
আজ থাক না
কাল হবে কথা-
মৃত্যুর কথা।
আজ ভারি সুন্দর তুমি
লাল শাড়িতে দারুণ দামি
আলতা মাখা চরণ চুমি
আজ থাক না-
কাল হবে কথা-
মৃত্যুর কথা।
হৃদয়ে আজ প্রেম জাগে
আজ সেজেছ কুমকুম রাগে
মনে বড় শিহরণ লাগে
আজ থাক না-
কাল হবে কথা -
মৃত্যুর কথা।