।।কালপেঁচার পিঠে চড়ে।।
     দেবপ্রসাদ জানা
        ২৩,৫,২০২০


হঠাৎ ঘুম ভাঙ্গল। রাত দুটো।
কতক গুলো দুঃস্বপ্ন
এদিক ওদিক বিক্ষোভ করছে।
রাগে অভিমানে রক্তবর্ণ চোখ।
নিঃশব্দে নিজের ভেতরে মরে যেতে থাকি।
কেন যে দুঃস্বপ্ন গুলো রোজ ঘুমের প্রলেপ দিয়ে
প্রলুব্ধ করে, তবুও যতক্ষন দেখা যায় দেখি।
সহ্য করি। আজ আর পারছি না সইতে।
মহাস্তব্ধতায় সাদা বিছানার ওপর থেকে
দুঃস্বপ্ন গুলোকে ধরে বস্তায় ভরে ফেলি।
বন্ধ করে ফেলি বস্তার মুখ।
এরপর পিঠে চাপিয়ে চলি কবর দিতে।
অন্ধকারে চোখ জেগে থাকে ঠিক।
জোনাকি আলো জ্বেলে পথ করে দেয়।
দুঃস্বপ্ন গুলোকে কবর দিতে হবে আজই।
ঝি ঝি পোকার তান্ডবে পাখি গুলো বুঝি জেগে যায়।
একটা নিঃসঙ্গ পেঁচা ডেকে চলে গেল।
বলে গেল, কি হচ্ছে?
ভয় পেয়ে বস্তাটা ফেলে দিলাম।
আবার, আবার কাঁপা হাতে তুলে পিঠে ফেলে
দৌড়াতে থাকি, খুঁজতে থাকি কোথায় দেবো কবর।
পাখিদের ডানায় ভর করে অশান্ত বাতাস উড়িয়ে
দিতে চাইছে সব।
পোয়াতি অন্ধকারের পেট খসিয়ে আলোর জন্ম
হওয়ার আগেই কবর দিতে হবে বস্তা সুদ্ধু দুঃস্বপ্ন।
নইলে বারবার ফিরে ফিরে আসবে প্রতিরাতে
কালপেঁচার পিঠে চড়ে।