তোমার হাতে কলম ছিল
দিলাম তরবারি।
ভীতু তুমি পালালে কেন
তোমার সঙ্গে আড়ি।
তোমার লেখার হাত ছিল
শব্দে বিদ্রোহ।
অস্ত্র হাতে যুদ্ধে গেলে
এ কেমন মোহ?
কলম ছিল কালি ভরা
রক্ত ভরে নিলে।
সাদা পাতার ইতিহাসে
রক্ত ঢেলে দিলে।
চলুক তালে রক্তরাঙ্গা
ইতিহাসের খাতা।
ভাই কাটুক ভায়ের মাথা
পুত্র মারুক পিতা।
বৃষ্টি মত কান্না নামুক
ভরুক কবির খাতা।
মেঘের মত কালো করে
আঁধার নামুক হেথা।
কলম ছিল তোমার হাতে
অস্ত্র তুলে নিলে।
কবি তুমি বদলে গেছো
গদ্য ছড়ার তালে।
সমাজ ভাঙ্গো সমাজ গড়ো
কলম তোমার মান।
অস্ত্র হাতে ভাঙ্গলে কেন
কবিতা তোমার জ্ঞান।
কবিতায় তুমি প্রেম করো
কবিতা দিয়ে লড়াই।
রক্তাক্ত ঐ গ্রাম বাংলা
ধুয়ে ফেলতে চাই।
কলমের মুখে আগুন জ্বালো
ছন্দ গদ্য ছড়া।
লিখতে লিখতে মনের খাতা
হোক না কিছু ভরা।
তোমার হাতে কলম আছে
ভাবো তরবারি।
তোমার লেখায় পালিয়ে যাবে
যতেক মহামারী।
===